আমাকে গুলি করলে,
আমার রক্তকণায় মিশে থাকা বিদ্রোহ ছুঁয়ে দেবে স্বদেশের মাটিকে।
আমার খুনঝড়া শরীরটাকে টেনে তুলবে কেউ,
চারপাশ থেকে ছুটে আসবে আরও দুইজন।
আমার শরীরের টগবগে নতুন রক্ত মেখে যাবে তাদের জামায়,
হাতে লেগে যাবে শহীদ ভাইয়ের রক্ত
আর তাদের বুকে গেঁথে যাবে ভাইয়ের রক্তের বদলা নেবার স্পৃহা।
আমার শরীরের প্রত্যেক ফোঁটা রক্তে যে দুর্বার তেজ, জেদ আর যুদ্ধ মিশে আছে
তা মেখে যাবে আরেকটা যোদ্ধার গায়ে।
আমার রক্তের বিনাশ নেই।
আমাকে গুলি করলে,
আমার হৃৎপিণ্ডের আওয়াজে নড়ে উঠবে ঘরে লুকিয়ে থাকা ভীতুর শরীর,
নড়ে উঠবে যুদ্ধে যেতে নিষেধ করা চব্বিশের মায়ের বিবেক,
তিনিও ছুটে আসবেন তার ছেলের জন্য একআকাশ সাহসের দ্বীপশিখা নিয়ে।
আমাকে গুলি করলে কেবল আমার শরীর রক্তাক্ত হবে না,
রক্তাক্ত হবে পুরো বাংলা।
আর আমার বুকে সঞ্চিত সাহস দ্বিগুন হয়ে জমবে প্রত্যেক ভাইয়ের বুকে।
আমার রক্ত পতাকার সবুজকে ঘায়েল করে দিতে জানে,
জানে বঙ্গোপসাগরের পানিকেও লাল করতে,
জানে জুলাইর আকাশে বিদ্রোহ লিখতে,
জানে স্বৈরাচারের সিংহাসন টলাতে।
আমাকে গুলি করলে,
আমার রক্তকণায় মিশে থাকা বিদ্রোহ রাঙিয়ে দেবে গোটা দেশকে।
রক্তের দ্রোহ
~আঁখি আক্তার
0 মন্তব্যসমূহ