Header Ads Widget

Responsive Advertisement

জাল স্বপ্ন স্বপ্নের জাল

 #সাহিত্যপাঠ!! 💝

#গদ্যের নামঃ রেইনকোট

📛 লেখক পরিচিতিঃ—👇

▪লেখকঃ আখতারুজ্জামান ইলিয়াস

▪পিতৃদত্ত নামঃ

আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস

▪জীবনকালঃ [1943-1997]

▪জন্ম তারিখঃ ১২ই ফেব্রুয়ারী

▪মৃত্যু তারিখঃ ৪ঠা জানুয়ারি

▪জন্ম স্থানঃ গোটিয়া, গাইবান্ধা (মামাবাড়ি)

▪পিতৃনিবাসঃ নারুলি, বগুড়া

▪মৃত্যু স্থানঃ ঢাকা

✪ মৃত্যুর কারণ — ক্যান্সার

▪পিতাঃ বি. এম. ইলিয়াস

▪মাতাঃ মরিয়ম ইলিয়াস

✪ শিক্ষাজীবনঃ—

— বগুড়া ও ঢাকায় অতিবাহিত করেন।

— স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ (ঢাবি)

✪ পেশাজীবনঃ—

— বাংলা বিষয়ের অধ্যাপক (সরকারি কলেজ)

✪ সৃষ্টি ভান্ডারঃ—

— গল্প গ্রন্থঃ ৫টি

— উপন্যাসঃ ২টি

— প্রবন্ধ সংকলনঃ ১টি

✪ গল্প গ্রন্থঃ—

অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল।

✪ উপন্যাসঃ—

চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা।

⊕ বাংলাদেশের কথাসাহিত্যে একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব।


📛 টীকাঃ—👇

⊕ ক্যায়াসে – কীভাবে

✪ ফওরন – তাড়াতাড়ি

⊕ মিসক্রিয়ান্ট – মুক্তিযোদ্ধা

✪ জেনারেল মনসুন – বর্ষা ঋতু

⊕ তোড়া দিয়া – উড়িয়ে দিয়েছে

✪ জেনারেল স্টেটমেন্ট – সাধারণ বিবৃতি

⊕ ওয়েলডিং ওয়ার্কশপ – ঝালাই কারখানা

✪ সাবভার্সিভ অ্যাকটিভিটিস – রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড


📛 পাঠ পরিচিতিঃ—👇

▪রচয়িতাঃ আখতারুজ্জামান ইলিয়াস

▪প্রকাশনাকাল – 1995

▪ভাষারীতিঃ প্রমিত গদ্যরীতি (চলিত)

▪রূপশ্রেণীঃ ছোটগল্প

▪উৎসগ্রন্থঃ জাল স্বপ্ন স্বপ্নের জাল (1997)

▪গুরুত্বপূর্ণ চরিত্রঃ নুরুল হুদা, ইসহাক, ডক্টর আফাজ আহমদ, মিন্টু, আসমা ও আব্দুস সাত্তার মৃধা।


#গুরুত্বপূর্ণ প্রশ উত্তর ------👇

১. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?

 উঃ  ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি।

২. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?

উঃ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি(ক্যান্সারে আক্রান্ত হয়ে)।

৩. আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক সংকলিত গল্প সংখ্যা কয়টি?

 উঃ২৮ টি।

৪. রেইনকোট গল্পটি প্রথম প্রকাশিত হয় কত সালে?

উঃ১৯৯৫ সালে।

৫. রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উঃ জাল স্বপ্ন স্বপ্নের জাল।

৬. মগবাজারের ফ্লাট থেকে মিন্টু কত তারিখে চলে যায়?

উঃ জুন মাসের ২৩ তারিখে।

৭. রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি ছিল?

উঃ আফজাল আহমেদ।

৮. রেইনকোট গল্পে উর্দুর প্রফেসের নাম কি ছিল?

উঃ সাজিদ।

৯. নুরল হুদার মেয়ের বয়স কত?

উঃআড়াই বছর।

১০. রেইনকোট গল্পটিতে কোন ঋতুর কথা উল্লেখ আছে?

উঃ হেমন্ত ঋতু।

১১. নুরল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

উঃ কেমিস্ট্রি।

১২. মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি?

উঃ দুষ্কৃতকারী।

১৩. রেইনকোট গল্পের রেইনকোটটি কার?

উঃ মিন্টুর।

১৪. মিলিটারির শরীরের কাঁটা কি?

উঃ শহীদ মিনার।

১৫. নুরল হুদার ছেলের বয়স কত?

উঃ পাঁচ বছর।

১৬. গল্পটিতে মিলিটারি ক্যাম্প কোথায়? 

উঃ কলেজের  জিমনেশিয়ামে।

১৭. এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়েছে?

উঃ  ইসহাক।

১৮. বৃষ্টি শুরুর আগে গুলির আওয়াজ আসছিল কোথা থেকে?

উঃ মিরপুর ব্রিজের দিক থেকে।

১৯. গল্পটিতে বাসটি কি রঙের ছিল?

উঃ  লাল রঙের স্টেট বাস।

২০. নুরল হুদার বউয়ের নাম কি?

উঃ  আসমা।

২১. রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি?

উঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।

২২. ক্রাক ডাউনের রাত বলতে কি বোঝায়?

উঃ ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত।

২৩. রেইনকোট গল্পে উল্লেখিত জেনারেল স্টেটমেন্টটি হলো -

উঃ "শনিতে সাত মঙ্গলে তিন,আর সব দিন দিন।"

২৪. ফুটফাট বন্ধ কয়দিন -

উঃ তিনদিন অন্তত।

২৫. আসাদ গেট বাস স্টপেজে কতজন যাত্রী অপেক্ষা করছিল?

উঃ নয়জন।

২৬. বাদলায় কোনটির জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে -

উঃ বন্দুক বারুদ।

২৭. মিলিটারির ভয়ে নুরল হুদা কি মুখস্ত করেছে?

উঃ সূরা।

২৮. রাস্তায় বেরুলে নুরল হুদা ঠোঁটের উপর কি রাখে -

উঃ পাঁচ কালেমা।

২৯. মাঠ পেরিয়ে একটু বা দিকে - 

উঃ  প্রিন্সিপালের বাড়ি।

৩০.প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান?

  উঃ মিলিটারি ক্যাম্প।

৩১. রাস্তায় ঘরঘর করছিলো -

উঃ বেবিট্যাক্সি।

৩২. কে নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে?

উঃ ইসহাক।

৩৩. কে রোজ টাইমলি কলেজে যায় -

উঃ নুরল হুদা।

৩৪. নুরল হুদা রাস্তায় এসে দেখলো কি নেই?

উঃ  রিক্সা।

৩৫. কোন বৃষ্টিতে বেশ শীত শীত ভাব?

উঃ শেষ হেমন্তের বৃষ্টিতে।

৩৬. কে একটু বাচাল টাইপের -

উঃ দোকানদার ছেলেটা।

৩৭. নুরল হুদা বাস থেকে নামলো কোথায়?

উঃ নিউ মার্কেট।

৩৮. আলমারি কিসের তৈরি -

উঃ লোহার।

৩৯. মোট আলমারি কতটি?

উঃ ১০ টি।

৪০. আলমারিগুলো আনা হয়েছে -

উঃঠেলাগাড়ি দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ