রাজা হয় থাকবে নয়তো যেয়ে নতুন রাজা আসবে,
নেটওয়ার্কও আসবে, লাইক কমেন্ট শেয়ারের প্রতিযোগীতাও আবার শুরু হবে,
ঢাকা আবার ব্যাস্ত হবে, মিরপুরে খেলা হবে, মেট্রোতে ভীড় হবে
গ্রামে আবার সরিষা ফুল হাসবে, কাঁশফুল নাঁচবে।
আবার ঝুম বৃষ্টি হবে, ধুমছে খিচুরি রান্না হবে,
শুধু যেই প্রাণগুলো ঝড়ে গেল তারা আর ফিরে আসবে না। তারা বৃষ্টি দেখে আন্দোলিত হবে না, কাঁশফুল- সরিষাফুলের সাথে ছবি তুলবে না। তারা মেট্রোতেও চড়বে না, খেলাও দেখবে না। কে রাজা হল সেটা তারা জানতেও পারবে না। ছেলেগুলোর মা-বাবা পথ চেয়ে অপেক্ষায় বসে থাকবে কিন্তু তাদের আর ফেরা হবে না 😢
0 মন্তব্যসমূহ